রোববার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে সচিবালয়ের মন্ত্রণালয় কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, এবার মার্চ মাসের ২৯ তারিখ থেকে চারদিনে সুরমা নদীতে পানি বেড়েছে ৮ দশমিক এক মিটার এবং সুনামগঞ্জে পানি বেড়েছে ৫ মিটারেও বেশি।
জলবায়ু পরির্বতনের কারণে এবারের বন্যা হয়েছে বলে মনে করেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, গত ২০ বছরের মধ্যে এই সময় এরকম বন্যা হয়নি। মেঘালয়ের চেরাপুঞ্জিতে মার্চের শেষ ৯ দিনে ১১শ’ মিলিমিটার সিলেটে সাড়ে ৪শ’ মিলিমিটার এবং সুনামগঞ্জে ৫শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বাঁধ নির্মাণ কাজে দুর্নীতির যে অভিযোগ উঠেছে মন্ত্রণালয় তা ক্ষতিয়ে দেখছে বলে জানান পানিসম্পদ মন্ত্রী।
ফসলহানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে মোট বোরো উৎপাদনের ছয়ভাগের একভাগ উৎপাদন হয় এই হাওর অঞ্চলে। প্রতিবছর দশভাগের মতো বন্যার পানিতে ফসল নষ্ট হয়। কিন্তু এবার শতভাগ ফসল নষ্ট হয়েছে।
হাওর অঞ্চলে উচ্চ ফলনশীল ব্রি-২৯ জাতের ধান চাষ হয়, যা উৎপাদনে ১৬০ দিন সময় লাগে। যাতে কম সময় লাগে এমন ধান চাষের উদ্যোগ নিতে হবে বলেও জানান পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
আরএম/জিপি/এমজেএফ