রোববার (২৩ এপ্রিল) দুপুরে শহীদ মিনার চত্বরে পরিবহন মালিক সমিতি, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস, ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, ট্রাক-ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল হক সরদার, ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণি পাস ও হেলপারদের জন্য পঞ্চম শ্রেণি পাস বাধ্যতামূলক বাতিল করতে হবে।
এছাড়াও পরিবহন শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানি বন্ধ, পরিবহন শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিকবান্ধব শ্রম আইন চালু ও সড়ক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে দ্রুত তা পূরণের দাবি জানান মটর মালিক-শ্রমিক নেতারা।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
জিপি/জেডএস