ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বাহুবলে জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
বাহুবলে জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি আব্দুল আহাদসহ অন্যরা।

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি আব্দুল আহাদের স্ত্রী মিনারা খাতুনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল আহাদ শুক্রবার দিনে হবিগঞ্জ জেলা সদরে অবস্থান করে সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ঘরে পড়ে থাকতে দেখেন। পরে বাহুবল মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আব্দুল আহাদের মূল বাড়ি বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামে। পশ্চিম জয়পুরে নতুন বাড়ি নির্মাণ করে প্রায় ছয় মাস ধরে বসবাস করছেন। আব্দুল আহাদ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনেরও সভাপতি।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।