রোববার (২৩ এপ্রিল) দুপুরে গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজে পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রীকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদে আরও তিনজনকে আটকসহ একটি মোবাইল ফোন ও একটি ট্যাব জব্দ করা হয়।
ফারহানা সুলতানা গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকার মো. ওসমান খানের মেয়ে।
আটকরা হলেন- আসিফ উদ্দিন খান, নাছিব আনাম ও ওমর হেসেন সাব্বির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর শহরের ছায়াবিথী এলাকায় কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ। এ সময় মোবাইল ফোনসহ ওই ছাত্রীকে আটক করা হয়। পরে মোবাইল ফোনে হিসাব বিজ্ঞান প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী আগে থেকে হিসাব বিজ্ঞান প্রশ্ন ও উত্তরপত্র পাওয়ার কথা স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন। এ সময় ওই ছাত্রীর দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুর জেলা শহর এলাকা থেকে আসিফ উদ্দিন খান, নাছিব আনাম ও ওমর হেসেন সাব্বিরকে আটক করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দণ্ডপ্রাপ্ত ওই ছাত্রীকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক তিন ব্যক্তি থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
আরএস/জিপি/জেডএস