রোববার (২৩ এপ্রিল) সকালে শনির হাওরের সাহেব নগর পূর্বপাড় ও লালুর গোয়ালা পয়েন্টের বাঁধ ভেঙে হাওরের ভেতরে পানি প্রবেশ করে তলিয়ে গেছে শনি হাওরের প্রায় ৯ হাজার হেক্টর জমির আধা পাকা বোরো ধান।
অতি বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সবগুলো হাওর পানিতে তলিয়ে গেলেও কৃষকদের একমাত্র সম্বল ছিল শনির হাওরের বোরো ধান।
শনির হাওরের বোরো ফসল হারিয়ে হাওর পাড়ের কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। শনির হাওর পারের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক সামায়ুন কবির বলেন, বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে ধান কাটতে হাওরে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি জমির ফসল পানির নিচে। আমরা এখন কি করব?
শনির হাওর পাড়ের অনেক কৃষক জানান, এ উপজেলার সবচেয়ে বড় হাওরটিকে ঠিকিয়ে রাখার জন্য গত তিন সপ্তাহ ধরে হাওর পাড়ের মানুষ বাঁধের কাজ করেছি। কিন্তু শেষ রক্ষা হল না।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুছ ছালাম বাংলানিউজকে জানান, শনির হাওরের বাঁধ ভেঙে ৯ হাজার হেক্টর জমির আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। টাকার অংকে এই হাওরে ধানের ক্ষতির পরিমাণ প্রায় একশ’ কোটি টাকার কাছাকাছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, শনির হাওরের বাঁধ রক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হয়েছে। কিন্ত শেষ পর্যন্ত বাঁধটি ঠিকিয়ে রাখা গেল না।
এর আগে জেলার জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর ছাড়া সবক’টি হাওরের ফসল পানির নিচে তলিয়ে যায়। সব শেষ তাহিরপুরের শনির হাওরটি ডুবে গেল। অন্য হাওরের কৃষকের মত ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন শনির হাওর পাড়ের কৃষকরা।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
আরএ