রোববার (২৩ এপ্রিল) রাতে রাওদা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী সিআইডি পুলিশের পরিদর্শক আসমাউল হক এ তথ্য জানান।
তিনি বলেন- আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য সোমবার সকালে কবর থেকে রাওদার মরদেহ তোলা হবে।
এর আগে গত ২০ এপ্রিল রাওদার মরদেহ উত্তোলনের কথা ছিল। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসক সংকটের কারণে বোর্ড গঠন করা যায়নি।
তাই পুনঃময়নাতদন্তের জন্য ওইদিন রাওদার মরদেহ উত্তোলন করা হয়নি।
গত ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাওদার মরদেহ উদ্ধার করা হয়।
৩১ মার্চ মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে ১ এপ্রিল দুপুর সোয়া ২টার দিকে মহানগরীর হেতমখাঁ গোরস্থানে তার দাফন কাজ শেষ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসএস/জেডএস