ঢাকা: রাজধানীর পরীবাগ এলাকার সাকুরা বারের কর্মীদের হাতে এক যুবক (৩২) খুন হয়েছেন। এ ঘটনায় ওই বারের ৩০-৩৫জন কর্মীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রোববার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে রমনা ডিভিশনের ডিসি মারুফ হোসেন বাংলানিউজকে জানান, সাকুরা বারের লোকজন মারধর করে এ যুবককে রক্তাক্ত করেছে- এমন খবরে ঘটনাস্থলে যাই।
পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাকুরা বারের ৩০-৩৫ জনকে আটক করে শাহবাগ থানায় আনা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এজেডএস/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।