নির্যাতিত-নিপীড়িত মানুষের শেষ ঠিকানা। তবে গণমাধ্যমকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ফেনীতে দৈনিক ফেনীর সময় এর আয়োজনে পত্রিকাটির প্রধান কার্যালয়ে ‘মানবাধিকার রক্ষায় গণমাধ্যম’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন, হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুর রহমান বি.কম, পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ।
অন্যান্যের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ডিএম একরামুল হক, ভোরের কাগজ প্রতিনিধি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, অবজারভার ও ডিবিসি নিউজের প্রতিনিধি আবু তাহের ভূঞা, যুগান্তর ও যমুনা টিভি প্রতিনিধি যতন মজুমদার, মানবজমিন ও ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি নাজমুল হক শামীম, একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, বাংলানিউজ স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মহিবুল হক রাসেল, সাপ্তাহিক ফেনী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক এম এমরান পাটোয়ারি, শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার।
অনুষ্ঠানটি সমন্বয় করেন দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, পত্রিকার সহকারী সম্পাদক আলী হায়দার মানিক, নিউজ ডেস্ক ইনচার্জ আরিফ আজম, বিশেষ প্রতিবেদক শাবিহ মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসএইচডি/এসএইচ