বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
লঞ্চ চলাচলের বিষয়টি বাংলানিউজকে জানান, সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক (বিআইডব্লিউটিএ) জয়নাল আবেদিন।
তিনি বলেন, অতি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সারাদেশে সোমবার ( ২৪ এপ্রিল) ভোর থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল থেকে সদরঘাট থেকে বিভিন্ন নৌ-রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ২৪,২০১৭
এসজে/আরআর/বিএস