রোববার (২৩ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার শিকারী গ্রামের এরফান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার গিলাবাড়ি সীমান্তের ২০১ এর ৫ আর সীমান্ত পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করছিল সাইদুল। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে সাইদুল গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ ভূখন্ডে এসে মারা যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে পুলিশ এসে মরদেহ ভোলাহাট থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ভোলাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ওসি মোহসীন আলী।
অন্যদিকে এ ব্যাপারে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন বলে নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরএ