সোমবার (২৪ এপ্রিল) ভোর ৬টার দিকে বাঁধটি ভেঙে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাগনার হওরের ফসল রক্ষা করতে অনেক দিন ধরে উড়ার বন বাঁধটি ঠিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছিলেন কৃষকরা।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসুন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, বাঁধ ভাঙার খবর পেয়েছি। এই হাওর ডুবে যাওয়ায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রাথমিকভাবে যে সহায়তা দেয়া দরকার তা উপজেলা প্রশাসন থেকে করা হবে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসআই