রোববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জেসিয়া ওই গ্রামের মো. আবুল বাশারের স্ত্রী।
বহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বাংলানিউজকে জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ জেসিয়া ও তার স্বামী তাদের ছাপরা ঘরে শুয়ে ছিলেন। এসময় হঠাৎ ঝড় শুরু হলে ঘরের পাশের একটি পুয়ো গাছ তাদের ঘরের উপরে ভেঙে পড়ে।
স্থানীয়রা গাছ কেটে ভেতরে ঢুকে আবুল বাশারকে আহত অবস্থায় উদ্ধার করলেও জেসিয়া ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরএ