সোমবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ১১টা থেকে আবারও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক (বিআইডব্লিউটিএ) জয়নাল আবেদিন।
তিনি বাংলানিউজকে বলেন, ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
জয়নাল আবেদিন আরো বলেন, সকাল ১০টার পর ৩-৪টি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে যায়। ছেড়ে যাওয়া লঞ্চগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বলা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪,২০১৭/আপডেট ১২০৪ ঘণ্টা
এসজে/আরআর/বিএস