সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে শ্রমিকরা মিছিল সহকারে এসে তাদের শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত শ্রমিকরা অবিলম্বে ভবন মালিক রানাসহ দোষীদের ফাঁসি ও সরকারকে ভবন ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, সোমবার রানা প্লাজা ধসের ঘটনায় সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানাগুলো বন্ধের দাবি জানালেও কারখানাগুলো খোলা রয়েছে। পরে দিনটিকে সরকারি ভাবে ছুটি ঘোষণা করারও দাবি জানান শ্রমিকরা।
এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে সাজোয়া যানও।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসআরএস/বিএস