রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর দলুয়া তারাজুলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরজিনা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শালবাগান কাজীপাড়ার এমদাদুল হকের স্ত্রী।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে আরজিনাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে এক গ্রাম হিরোইন জব্দ করা হয়।
এ সময় বাড়ির মালিক তারাজুল পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি।
তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসআরএস/বিএস