সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে এবং আহত সোহেল একই গ্রামের পূর্বপাড়ার সফেন আলীর ছেলে।
ওয়ালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) জামাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে হাফিজুল ইসলাম ও সোহেলসহ বেশ কয়েকজন কৃষক বাড়ির পাশের মাঠে কৃষি জমিতে কাজ করছিলেন।
এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই হাফিজুলের মৃত্যু ও আহত হন সোহেল। গুরুতর অবস্থায় সোহেলকে উদ্ধার করে বনপাড়া একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরএ