সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দলবাড়িয়া গ্রামের মীর মকসেদুল হকের ছেলে এসএম রশিদ (৫০) ও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে সাইদুল্লাহ (৪০)।
আহতরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন, শ্রমিক ওমর ফারুক ও শামসুল। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী বাংলানিউজকে জানান, দুপুরে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বয়লার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
তবে এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭/আপডেট: ১৫৩৪ ঘণ্টা
এসআই