সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টা দিকে মহাসিন কবীরকে আটক করে ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি সদস্যরা। আটক মহাসিন কবীর শার্শার গোগা ইউনিয়নের কালিয়ানি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোলের পুটখালী সড়কের বটতলা বিজিবি পোস্ট থেকে মহাসিন কবীর নামে এক যুবককে আটক করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৮টি (১ কেজি ৩৩০ গ্রাম) স্বর্ণের বার জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম স্বর্ণসহ পাচারকারীকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এজেডএইচ/এসআরএস/এমজেএফ