ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

নকলায় বজ্রপাতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
নকলায় বজ্রপাতে নারীর মৃত্যু

শেরপুর: শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া এলাকায় বজ্রপাতে উরফুলা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার স্বামী আবুল হোসেন (৪০)।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কলাপাড়া গ্রামে নিজবাড়ীতে এ ঘটনা ঘটে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে কলাপাড়া গ্রামে উরফুলা বেগম ও তার স্বামী আবুল হোসেন নিজ ঘরে কাজ করছিলেন।

এসময় বৃষ্টির সঙ্গে হঠা‍ৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই উরফুলার মৃত্যু এবং আবুল হোসেন গুরুতর আহত হয়।

আবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।