ইমন একই এলাকার মোখলেসুর রহমানের ছেলে। সে সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বান্দরবান পৌরসভার কাউন্সিলর আবুল কালাম ও নিহত ইমনের ভাই মো. সোহাগ জানান, রোববার রাতে বৃষ্টির সময় শহরের কাশেম পাড়া স্কুলের পাশের একটি দেয়াল ধসে পড়ে। এ সময় সেখানে থাকা ইমন গুরুতর আহত হয়। এ অবস্থায় প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় সে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসআই