ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই সদস্য আটক জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের দুই সদস্য আটক। ছবি: বাংলানিউজ

রংপুর: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের মো. সেলিম (২৫) ও খাদেমুল ইসলাম (৩৪) নামে দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৪ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন র‌্যাব সদস্যরা।

আটক সেলিম ঘোড়াঘাট উপজেলার রানীপুর এলাকার ফজলুর রহমানের ছেলে ও খাদেমুল চিরিরবন্দর উপজেলার নাশরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আতিকুল্লা এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে জেএমবির সরোয়ার- তামিম গ্রুপের ওই দুই সদস্যকে আটক করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরো বলেন, সেলিম রানীগঞ্জ এলাকায় জেএমবির নামে চাঁদা ও কর্মী সংগ্রহ করতেন। পাশপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালাতেন। অন্যদিকে খাদেমুল রূপ পরিবর্তন করে সাংগঠনিক কাজে সেলিমের সঙ্গে দেখা করতেন। সেলিম ও খাদেমুল বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।