সোমবার (২৪ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব সদস্যরা।
আটক সেলিম ঘোড়াঘাট উপজেলার রানীপুর এলাকার ফজলুর রহমানের ছেলে ও খাদেমুল চিরিরবন্দর উপজেলার নাশরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় র্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আতিকুল্লা এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে জেএমবির সরোয়ার- তামিম গ্রুপের ওই দুই সদস্যকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা আরো বলেন, সেলিম রানীগঞ্জ এলাকায় জেএমবির নামে চাঁদা ও কর্মী সংগ্রহ করতেন। পাশপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালাতেন। অন্যদিকে খাদেমুল রূপ পরিবর্তন করে সাংগঠনিক কাজে সেলিমের সঙ্গে দেখা করতেন। সেলিম ও খাদেমুল বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরআইএস/এমজেএফ