ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহী কারাগারে কয়েদির আত্মহত্যার চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
রাজশাহী কারাগারে কয়েদির আত্মহত্যার চেষ্টা

রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন আক্তার হোসেন (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি।

রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে খাবারের থালা ওয়ালে ঘসে ধারালো করে তা নিজের পেটে আঘাত করেন তিনি।

কারা কর্তৃপক্ষ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজনসেলে ভর্তি করান।

বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বাংলানিউজকে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই কয়েদির বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার তোনিয়াপাড়া গ্রামে। একটি হত্যা মামলায় ফাঁসির আদেশ হয়েছিল আক্তারের। পরে উচ্চ আদালতে তার সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর ১৪ বছর ধরে কারাভোগ করছেন আক্তার।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত বলে জানান সিনিয়র জেল সুপার।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।