২০১৩ সালের ২৪ এপ্রিল ফাটল থেকেই ভেঙে পড়ে বহুতল ভবন রানা প্লাজা। সেখানে ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারান ১১৩৬ জন শ্রমিক।
দিবসটি উপলক্ষে সোমবার (২৪ এপ্রিল) ভোর থেকে স্থানীয় পোষাক কারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতাকর্মী, নিহতদের স্বজনরা ও সাধারণ মানুষ ভিড় করছেন রানা প্লাজার শহীদ বেদীতে। এরপর শ্রদ্ধা নিবেদন করে নিহত শ্রমিকদের প্রতি সম্মান জানাচ্ছেন।
রানা প্লাজা ট্রাজেডিতে ছেলেহারা রাহেলা বেগম কান্নাজড়িত কণ্ঠে বাংলানিউজকে বলেন, আমার ছেলে চাকরি করতে আইসা লাশ হইয়া ফিরছে। আমার ছেলে রাব্বি আর আমারে মা কইয়্যা ডাকে না।
অপরদিকে, স্বামীহারা আমেনা বাংলানিউজকে বলেন, আমার স্বামীকে ম্যাইরা ফালাইছে রানা, সেই রানার কোনো বিচার হইবো না। এসময় তিনি রানার বিচার দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এনটি