ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

মিরাসানী রেলস্টেশনে আগুন, নথিপত্র পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
মিরাসানী রেলস্টেশনে আগুন, নথিপত্র পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাসানী রেলস্টেশনের টিনশেড অফিস কক্ষে আগুন লেগে নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৪ এপ্রিল) ভোরে একদল দুর্বৃত্ত স্টেশনে আগুন দিয়েছে বলে ধারণা রেল কর্তৃপক্ষের।

মিরাসানী রেলস্টেশন মাস্টার মো. নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ৩০ মার্চ সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা এলাকার ৫৬ নম্বর রেলসেতু দেবে গিয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

স্থানীয় একটি চক্র অবৈধভাবে বালু তোলার ফলে সেতুটি ক্ষতিগ্রস্থ হয়। বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব পেয়ে তিনি প্রতিবেদন তৈরি করেছিলেন। প্রতিবেদনে খোদ রেলওয়ের অনেকের নাম বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে এসব নথিপত্র নষ্ট করতেই, দুর্বৃত্তরা অফিস কক্ষে আগুন দেয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বাংলানিউজকে বলেন, রহস্যজনক এ অগ্নিকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।