সোমবার (২৪ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
আহতরা হলেন- সাইফুল ইসলাম ও ফারজানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ত্রী ফারজানা ও ছয় মাসের শিশু সন্তান ফাতেমাকে নিয়ে সাইফুল ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি রামপুর এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। অটোরিকশায় থাকা সাইফুল, তার স্ত্রী ও সন্তান ছিটকে পড়ে যায়। এতে শিশুটির মৃত্যু হয়। গুরুতরভাবে আহত হন সাইফুল ও তার স্ত্রী ফারজানা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে সাইফুল ও তার স্ত্রীর অবস্থার আরও অবনতি হলে তাদের ঢাকায় পঠানো হয়।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এএটি/এমজেএফ