ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আটক ২ ডাকাত সদস্য কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
বগুড়ায় আটক ২ ডাকাত সদস্য কারাগারে বগুড়ায় আটক ২ ডাকাত সদস্য

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় পাথরবোঝাই ট্রাক ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে আটক ‍দুই ডাকাত সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ডাকাত সদস্যরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সিঙ্গামনোহরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে কামরুজ্জামান (২৫) ও সোনাতলা উপজেলার রাখালগাছি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে হবিবর রহমান মন্ডল (৩৫)।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে মামলা দিয়ে আটক দুই ডাকাত সদস্যকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, ২৩ এপ্রিল (রোববার) গভীর রাতে সোনাতলা পৌর এলাকার সোহেল আকন্দের পাথরবোঝাই ট্রাক বোচারপুকুর-বড়িয়াহাট সড়কের কোদালদহ নামক ব্রিজের কাছে পৌঁছালে সেখানে থাকা একদল ডাকাত চলন্ত ট্রাকটি আটক করে।

তারা চালকের কাছ থেকে টাকাসহ ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক হর্ন বাজালে ও চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং ঘটনাস্থল থেকে কামরুজ্জামান নামে এক ডাকাতকে আটক করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

সোমবার ভোর রাতে কোদালদহ এলাকায় লুকিয়ে থাকা আরেক ডাকাত সদস্য হবিব‍র রহমান মন্ডলকে আটক করে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে দুই ডাকাত সদস্যকে পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এমবিএইচ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।