ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

জয়পুরহাট: জয়পুরহাট পৌর শহরের কাশিয়াবাড়ী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আ. রাজ্জাক (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজ্জাক লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার ফকিরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

তিনি সহজ প্রকাশনীর জয়পুরহাট প্রতিনিধি ছিলেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আ. রাজ্জাক মার্কেটিংয়ের উদ্দেশ্যে জয়পুরহাট শহর থেকে মোটরসাইকেলে পাঁচবিবি উপজেলায় যাচ্ছিলেন। তিনি কাশিয়াবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজ্জাক ‍গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।