ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

রানা প্লাজায় নিহতদের প্রতি ফায়ার সার্ভিসের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
রানা প্লাজায় নিহতদের প্রতি ফায়ার সার্ভিসের শ্রদ্ধা রানা প্লাজায় নিহতদের প্রতি ফায়ার সার্ভিসের শ্রদ্ধা

ঢাকা: সাভারের রানা প্লাজা ধসের চতুর্থ বার্ষিকীতে সেখানে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার (২৪ এপ্রিল) সকালে বাহিনীটির উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদের নেতৃত্বে এ শ্রদ্ধ‍া নিবেদন করা হয়।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রানা প্লাজা ধসে উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিটি স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

বিকেলে বাহিনীটির সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আবদুল জলিলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।