সোমবার (২৪ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে সাভারের রাজপথে কাফন মিছিল করে শ্রমিক সংগঠনটি। মিছিল শেষে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে রানা প্লাজার অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা-কর্মীরা।
গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখ্তার ও সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবুর নেতৃত্বে অনুষ্ঠিত কাফন মিছিলে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রানা প্লাজায় নিহত শ্রমিক পরিবারের সদস্য ও আহত শ্রমিকসহ সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যেই একটি পথসভা করার উদ্যোগ নিলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাতে বাধা দেন। পুলিশ সদস্যরা মাইক বন্ধ করে ব্যানার কেড়ে নেবার চেষ্টা করেন বলে অভিযোগ করে গার্মেন্ট শ্রমিক সংহতি।
পুলিশের বাধা মুখে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, তাসলিমা আখ্তার, জুলহাসনাইন বাবু, আমিনুল ইসলাম শামা, নিহত শ্রমিক রিয়াজুল খোকনের মা রাবেয়া খাতুন, ফলজে রাব্বির মা রাহেলা বেগম, নিহত সাগরিকার বোন বকুল খাতুনসহ স্থানীয় নেতারা। সমাবেশের শুরুতেই রানা প্লাজার শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশে জোনায়েদ সাকি বলেন, শ্রদ্ধা নিবেন ও আপনজনদের স্মরণ করার দিনে পুলিশের এই মারমুখি ভূমিকা ন্যক্কারজনক ও নিন্দনীয়; সরকারের ফ্যাসিবাদী চেহারার প্রকট বহিঃপ্রকাশ। এই অগণতান্ত্রিক সরকার যে যেকোন ধরনের জনসমাবেশকেই ভয় পায় তারই প্রমাণ পাওয়া গেলো এই শ্রদ্ধা নিবেদনের স্থলে বাধা প্রদানের ভেতর দিয়ে।
তিনি আরও বলেন, যে শ্রমিকের শ্রমে ঘামে চলে উৎপাদনের চাকা, প্রবৃদ্ধি ঘটে অর্থনীতির, সেই শ্রমিকের অবদানকে অস্বীকার করার আয়োজন চলছে। রানা প্লাজার ঘটনাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। রানা প্লাজা ধসের ৪ বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত সোহেল রানাসহ দোষী সরকারি কর্মকর্তা ও গার্মেন্টের মালিকদের শাস্তি নিশ্চিত হয় নাই। রানা প্লাজার এই জায়গা দখলের চেষ্টা হচ্ছে নতুন করে। এই খালি জায়গার সামনে দোকানপাট বসিয়ে ঢেকে দেয়ার চেষ্টা হচ্ছে যাতে খালি জায়গা কারও নজরে না আসে, সবাই ভুলে যায় এখানে কী নির্মমতা ঘটেছিলো।
সারা দেশের মানুষ ও আহত-নিহত শ্রমিক পরিবারের সদস্যরা রানা প্লাজায় এসে যেন শ্রদ্ধা জানাতে পারেন, স্মরণ করতে পারেন তাদের স্বজনদের সেজন্য অবিলম্বে রানা প্লাজার জায়গায় স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান জোনায়েদ সাকি।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
পিআর/এমজেএফ