সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানু রায়ের বাড়ি উপজেলার এক নম্বর রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আতুরের ঘর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কানু। এসময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসআই