ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
বগুড়ায় বাসচাপায় শিশুর মৃত্যু নিহত শিশুর স্বজনদের আহাজারি

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশু মনির নিহত হয়েছে।

নিহত মনির উপজেলার শৈলধুকড়ি গ্রামের কাঁচামাল ব্যবসায়ী ঠান্ডু মিয়ার ছেলে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মনিরকে বগুড়াগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।