নিহত মনির উপজেলার শৈলধুকড়ি গ্রামের কাঁচামাল ব্যবসায়ী ঠান্ডু মিয়ার ছেলে।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মনিরকে বগুড়াগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এমবিএইচ/এএসআর