পটুয়াখালী: কালবৈশাখী ঝড়ের আঘাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বেশকিছু বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘরের নিচে চাপা পড়ে গৃহবধূ খাদিজা বেগম (২৫) ও বনি আমিন (৩০) নামের দু’জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) বিকেলে ওই ইউনিয়নের চরআন্ডা এলাকায় কালবৈশাখী আঘাতে হানে।
স্থানীয়রা জানান, চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় বিকেল সাড়ে ৩টায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়।
কয়েক মিনিটের এ ঝড়ে ৫টির মতো বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয় ও প্রায় ২০টির মতো ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় ঘরের নিচে চাপা পড়ে হাফেজ মৃধার স্ত্রী খাদিজা বেগম ও ইসমাইল জোমাদ্দারের ছেলে বনি আমিন আহত হয়।
ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মিয়া জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এমএস/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।