সোমবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আওয়ামী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটি আয়োজিত জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে শবে মিরাজ পালিত হবে।
মুসলমানরা সন্ত্রাসবাদের সাথে জড়িত নয় জানিয়ে মন্ত্রী বলেন, আজকে মুসলমানদের আন্তর্জাতিকভাবে দোষারোপ করা হচ্ছে। দেশীয় জঙ্গিরা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র প্রমাণ করতে বিভিন্ন নামে তারা নিজেদের প্রকাশ করছে। কখনো তালেবান, কখনো আল কায়েদা। দেশের কোন মানুষ জঙ্গিবাদকে পছন্দ করে না।
রানা প্লাজা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে ট্রাকিং সহ সকল মাধ্যমে গোয়েন্দারা কাজ করছে। যারা বিদেশে পালিয়ে আছে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। সবাইকে বিচারের আওতায় আনা হবে।
আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি সালাউদ্দীন বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জিল্লু, সাধারণ সম্পাদক শিবু রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৭
এএম/ আরআই