ছবি: কাশেম হারুন
কয়েকটা সেকেন্ড। কয়েকটা ক্লিক। সোমবার (২৪ এপ্রিল) রাজধানীর মালিবাগ মোড়ে কয়েকটা সেকেন্ডে এই কয়েকটা ক্লিকেই ধরা পড়লো নগরীর জনাকয়েক বাসিন্দার হাসি, শঙ্কা, দুর্ঘটনা, দুর্ভোগ, বিরক্তি এবং ক্ষোভ।
বৃষ্টি হলেই মালিবাগ মোড় এবং তাকে ঘিরে থাকা সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তা পরিণত হয় দুর্ভোগের ফাঁদে। ওই কয়েকটা ক্লিকই যেন বলছিলো হাসিমুখে বের হওয়া নগরের বাসিন্দাদের কতো ক্ষোভ নিয়ে ফিরতে হয় গন্তব্যে।
রিকশায় চড়ে বাসা থেকে বেরিয়েছেন অফিসের উদ্দেশে। রাস্তা ততোটা ভালো না হলেও সঙ্গীর সঙ্গে বেশ খোশ মেজাজেই দেখা যাচ্ছিল এক নারীকে। মুখে হাসির রেশও বোঝা গেল।
কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে ধারণার ওপর চলতে থাকা রিকশা এদিক-সেদিক নড়াচড়া করতেই হাস্যোজ্জ্বল মুখে ভর করে আতঙ্ক।
আতঙ্ক রূপ নিলো ভয়ে। রিকশার সঙ্গী তাকে ধরার চেষ্টা করেন।
কিন্তু ব্যর্থ হন। ভয় বাস্তবে রূপ নিলো। রিকশা থেকে পড়ে গেলেন সেই নারী। বিড়ম্বনা-দুর্ভোগে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল যেন তার।
নিজেকে আবার সামলে চরম বিরক্তি নিয়ে ফের উঠলেন রিকশায়। চললেন গন্তব্যে।
লজ্জায় মুখে কৃত্রিম হাসি বোঝা গেলেও সেটা আড়াল করতে পারলো না দুর্ভোগের জন্য দায়ী কর্তৃপক্ষের প্রতি এক সকাল ক্ষোভ।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।