ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ডিএসসিসির ৭৭ শতাংশ সড়ক এলইডি লাইটের আওতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
ডিএসসিসির ৭৭ শতাংশ সড়ক এলইডি লাইটের আওতায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন। ছবি: সুমন-বাংলানিউজ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৭ শতাংশ সড়ক এলইডি লাইটের আওতায় বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

সোমবার (২৪ এপ্রিল) রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ডিআইটি প্লট চত্বরে জনতার মুখোমুখি হয়ে একথা জানান তিনি।

ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল আয়োজিত সভায় স্থানীয় কাউন্সিলর নাসির আহমেদ ভূঁইয়া স্বাগত বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,  আরও এগিয়ে নিতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন মেয়র।

তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। এর মধ্যে প্রথমে ৪শ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল দিয়েছি।
দীর্ঘদিন ধরে অভিভাবকহীন, ময়লা-আবর্জনার স্তূপে অবহেলিত দক্ষিণ সিটি করপোরেশন পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। গত ২ বছরে সংস্কার করেছি ১৬০ কিলোমিটার রাস্তা। ৫ হাজার ৭শ ওয়েস্ট বিন দিয়েছি। ৭৭ শতাংশ রাস্তায় এলইডি লাইট বসেছে। এলাকার জলাবদ্ধতা নিরসনে সুয়ারেজ করেছি।

‘ফলে অন্ধকার রাস্তায় এখন আলো ঝলঝল করছে। মানুষ রাস্তা দিয়ে হাঁটলে রাস্তায় একটি সুই পড়ে থাকলে তাও দেখতে পারছে। ছেলেরা রাতে এই রাস্তায় ক্রিকেট খেলে। নারীরা হাঁটছেন। রাস্তায় নেই চুরি, ডাকাতি, ছিনতাই, বখাটেদের উৎপাত। ’

পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা আমাদের সবার উল্লেখ করে মেয়র বলেন, দয়া করে শহরে রাস্তায় কেউ ময়লা-আবর্জনা ফেলবেন না। ময়লা নির্ধারিত স্থানে সন্ধ্যার পর ময়লা ফেলবেন। যাতে সারারাত পরিশ্রম করে ময়লা-আবর্জনা মুক্ত শহর গড়তে পারি।

সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী মনোনয়ন দেওয়ার পর, আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই শহরের মেয়র বানিয়েছেন। আমি মনে করি শহরের প্রতিটি নাগরিক মেয়র। তাই আসুন, সবাই মিলে সহযোগিতা করে শহরটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।

অনুষ্ঠানে উপস্থিত জনতার সমস্যা শোনেন মেয়র। ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের নাগরিকদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। পরে ডিআইটি প্লটের ১ নম্বর সড়ক উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এমএফআই/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।