সোমবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জাহিদের মা রিনা খাতুন জানান, দক্ষিণ কুতুবখালীর ২১১ নম্বর নিজস্ব ৪তলা বাসার দ্বিতীয় তলায় থাকেন তারা। বিকেলে নির্মাণাধীন ভবনের ৪তলায় গিয়ে জাহিদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় কালো দাগ দেখা যায়। দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, একমাত্র ছেলে জাহিদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলো। বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসাও করানো হয়।
মাঝেমধ্যে সে গলায় ফাসঁ লাগানোর চেষ্টা করতো। তবে আজকে কি হয়েছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেননি মা রিনা খাতুন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আশিক জানান, মৃত জাহিদের গলায় চন্দ্রাকৃতির দাগ রয়েছে। গলায় ফাঁস লাগানোর কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর অাসল কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এজেডএস/জেডএস