তিনি বলেন, সবাই মিলে দুর্নীতিবাজদের এক ঘরে করতে হবে। তাদের ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে।
সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুইদিনের তথ্যমেলায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুদক’র দুর্নীতি প্রতিরোধ কমিশন (দুপ্রক) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন।
এসময় দুদক কমিশনার আমিনুল ইসলাম আরো বলেন, উন্নয়নের সঙ্গে সঙ্গে দুর্নীতির মাত্রাও বেড়ে গেছে। দুর্নীতির মাত্রা না বাড়লে দেশ আরো শক্তিশালী হতো।
মধুপুর উপজেলার ১২টি সরকারি অফিসের দুর্নীতি নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে উপজেলার সাবরেজিস্ট্রি অফিস, সেটেলমেন্ট অফিস, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি ও বনবিভাগ সম্পর্কে সুনির্দিষ্ট দুর্নীতি ও হয়রানির অভিযোগ করা হয়।
অভিযোগ পেয়ে কমিশনার উপজেলার সাবরেজিস্ট্রি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে ঘুষের টাকা ফেরত দিতে সময় বেধে দেন।
এসময় সব প্রতিষ্ঠানের প্রধানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ২০১৬ সাল ছিল সতর্কের বছর। এখন থেকে হবে অ্যাকশন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস ও সনাক সহসভাপতি সাংবাদিক এস এম শহীদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন-দুদক পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মনিরুজ্জামান, ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাসান আলী, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান, সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক গোলাম সামদানী প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং জনপ্রতিনিধিসহ উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসআই