সোমবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিউলির বাবা নগেন্দ্র চন্দ্র বিশ্বাস।
নিহতের ভাই প্রবীর বিশ্বাস বাংলানিউজকে জানান, কচুক্ষেত এলাকার একটি পোশাক করাখানায় কাজ করতেন শিউলি। প্রতিদিনের মতো এদিনও সন্ধ্যায় অফিস থেকে বাসায় আসেন। সন্ধ্যা ৬টার দিকে মায়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে টিনের চালের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি।
তারপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এজেডএস/পিএম/আইএ