ভয় না পাওয়ার কারণ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফসল তলিয়ে গেছে, মাথায় সরকারি-বেসরকারি ঋণের বোঝা ওই সবের কোনো কিছু নিয়ে দুঃশ্চিন্তা করবেন না আপনারা। প্রধানমন্ত্রী থাকতে দেশের কোনো কৃষককে না খেয়ে এবং ঋণগ্রস্ত হয়ে মরতে হবে না।
আগামী বছর ঘরে ফসল না ওঠা পর্যন্ত অসহায় ক্ষতিগ্রস্ত কৃষককে সব ধরনের সহায়তা করবে সরকার, জানিয়ে দেন মন্ত্রী।
সোমবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে নেত্রকোনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসনের এ আয়োজনে ডিসি ড. মুশফিকুর রহমান’র সভাপতিত্বে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
জানা যায়, মঙ্গরবার (২৫ এপ্রিল) সকাল থেকে ত্রাণমন্ত্রী জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত হাওর ঘুরে দেখবেন।
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আইএ