সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ২নম্বর দক্ষিণ হামছাদি ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাসেল ওই ইউনিয়নের আলিপুর গ্রামের হাওলাদার বাড়ির ইসমাইল হোসেন কালুর ছেলে।
পুলিশ জানায়, খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই হাত, পেট-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাসেল নিজেকে সিএনজি চালক বলে দাবি করেছেন। তবে তিনি এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ।
চিকিৎসাধীন রাসেল বাংলানিউজকে বলেন, রাত ২টার দিকে দালাল বাজার থেকে বাড়ি ফেরার পথে নন্দনপুর গ্রামে পৌঁছালে কয়েকজন যুবক চোর বলে আমাকে তাড়া করে। পরে বিক্ষিপ্ত এলাকাবাসী আমার ওপর হামলা করে। এসময় আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়।
স্থানীয় দালাল বাজার পুলশি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবরে আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায় রাসেল এলাকার চিহ্নিত চোর। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরআইএস/বিএস