আটককৃতরা হলেন- হাসান, নাজির হোসেন ও আব্দুল মুহিত। তারা স্থানীয় নয়াগ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় নাজির ও আব্দুল মুহিতকে হাতেনাতে আটক করেন পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মু. মনির হোসেন।
এরপর বেলা আড়াইটার দিকে জাল ভোট দেওয়ার অভিযোগে হাসানকে আটক করা হয় বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা এমদাদ হোসেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রঞ্জিত কুমার আচার্য বাংলানিউজকে বলেন, বিচারিক ম্যাজিস্ট্রেট আসার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এ কেন্দ্রে মোট ২ হাজার ৩৮৩ ভোট রয়েছেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ২১৭ এবং নারী ১ হাজার ১৬৬ জন।
এদিকে বেলা পৌনে ৩টার দিকে পাশ্ববর্তী কসবা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। অবশ্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া করলে উভয়পক্ষ ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭/আপডেট: ১৫২৪ ঘণ্টা
এনইউ/জেডএস