ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠির অপহৃত শিশু উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ঝালকাঠির অপহৃত শিশু উদ্ধার, আটক ২

ঝালকাঠি: ঝালকাঠিতে অপরহরণের ৪৩ ঘণ্টার মধ্যে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-৮। একইসঙ্গে অভিযানে আটক হয়েছেন ২ অপরণকারী। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান শুরু করে ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।

এ প্রসঙ্গে মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, গত ২৩ এপ্রিল সকাল ১০ টায় ঝালকাঠির কাঠালিয়া থানাধীন আমুয়া পূর্বপাড়া এলাকা থেকে মো. কামাল হোসেনের সাড়ে ৩ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ আল নাফি অপহৃত হয়।

পরে রোববার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে অপহরকারীরা নাফির বাবার কাছে দুটি পৃথক মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

পরের দিন সোমবার (২৪ এপ্রিল) নাফির মা এনি বেগম বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়েল করেন এবং র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আবেদনপত্র দেন।

এরপর র‌্যাব-৮ এর সিপিএসসি’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. হাসান আলীর নেতৃত্বে বরিশাল থেকে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু হয়।

মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী থানাধীন বামনার বদনীখালী খেয়াঘাট থেকে অপহরণকারী ২ জনকে আটক করে শিশুটিকে উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন, বরগুনার বামনা জেলার রহিতার মো. শুক্কুর হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার (২৭) ও আমতলী এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (২৭)।

র‌্যাবের উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, আটককৃতরা শিশুটিকে অপহরণের সকল তথ্য দিয়েছে, তারা মূলত টাকার জন্যই এ ঘটনা ঘটিয়েছে। তবে পূর্ব কোন শত্রুতা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে।

অপহৃত শিশুর বাবা মো. কামাল হোসেন ও মা কানিজ ফাতেমা এনি র‌্যাবের এ অভিযানে শিশুটিকে ফিরে পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।