ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

অপেক্ষমাণ ৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
অপেক্ষমাণ ৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি সংবাদ সম্মেলন। ছবি: রানা-বাংলানিউজ

ঢাকা: ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পর অপেক্ষমাণ আরো ৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণের দাবি জানিয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি সুপারিশ করা অপেক্ষমাণ ৬ হাজার প্রাথমিক বিদ্যালয় এখনো বেসরকারি রয়ে গেছে।

আগামী বাজেটে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানানো হয়।

দাবি আদায়ে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আগামী ৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৫ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি এবং ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শামসুল আলম।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমইউএম/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।