মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আয়নাল মাতবর, কদম আলী ও ইউনূস।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাদুল্যাপুর গ্রামে মাদক ব্যবসার আস্তানায় অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে চারজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। এদের মধ্যে একজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয় এবং বাকী তিনজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরবি/