ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার থানাপাড়ায় ডোবার পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো-থানাপাড়ার লাল মাহমুদের ছেলে নীরব (৫) ও দুলাল মিয়ার ছেলে জাহিদ (৪)।

স্থানীয়রা জানান, দুপুরে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় নীরব ও জাহিদ। দীর্ঘ সময় না দেখে অভিভাবকরা তাদের খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায়। এ অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।