ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
বরগুনায় প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন বরগুনায় প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

বরগুনা: বাংলাদেশ প্রতিবন্ধী অধিকার বাস্তবায়ন পুনর্বাসন সোসাইটির অধীনে পূর্ব ধুপতি নাছিমা ইলিয়াছ প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের পূর্ব ধুপতি গ্রামে এ স্কুলের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যগ্ম সচিব মো. হাসানুর রহমান।

এতে সভাপতিত্ব করেন বরগুনা চর ধুপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মীর।

এসময় বাংলাদেশ প্রতিবন্ধী অধিকার বাস্তবায়ন পুনর্বাসন সোসাইটির চেয়ারম্যান সানজিদা রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।