খুলনা-ঢাকা রুটে সুন্দরবন এবং চিত্রা এক্সপ্রেসের পর এবার লাল সবুজের নতুন সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি খুলনা-রাজশাহী রুটে চালু হলো।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা ১৫ মিনিটে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক পতাকা উড়িয়ে খুলনা রেলওয়ে স্টেশনে এ ট্রেনের উদ্বোধন করেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও রেলওয়ের স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, জেলা প্রশাসক নাজমুল আহসান, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুর কবীর। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী খুলনার প্রতি আন্তরিক। যে কারণে এ অঞ্চলে রেলওয়ের ব্যাপক উন্নয়ন হচ্ছে। মানুষ রেলে চড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে, তাই প্রধানমন্ত্রী খুলনাসহ সারাদেশে রেলের উন্নয়ন করছেন।
নতুন সাগরদাড়ি এক্সপ্রেস সম্পর্কে মন্ত্রী বলেন, আগে ছিলো পুরাতন জীর্ণশীর্ণ ৬২৭ সিট, এখন নতুন কোচে ৯৬৬ সিট দেওয়া হয়েছে।
অচিরেই খুলনা-দর্শনা ডবল রেললাইনের নির্মাণ কাজও শুরুর আশ্বাস দেন রেলমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমআরএম/আরআইএস/এমজেএফ