ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গি রাজীব গান্ধী ৭ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
জঙ্গি রাজীব গান্ধী ৭ দিনের রিমান্ডে

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুকযুদ্ধে নিহত জেএমবি সদস্য তুহিন হত্যা মামলায় জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে গাইবান্ধা আমলী আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।
 
রাজীব গান্ধী গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী।

রাজীব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামের মাওলানা ওসমান গণি মণ্ডলের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ৯ জুন গভীর রাতে জঙ্গি রাজীব গান্ধীর বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে গোপন বৈঠক করছিল জেএমবির সক্রিয় সদস্য তুহিনসহ বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ রাজীব গান্ধীর বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের অভিযান টের পেয়ে তুহিনসহ সংঘবদ্ধ জেএমবি সদস্যরা পুলিশের উপর গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে জেএমবি সদস্য তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সেসময় পুলিশ ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এ ঘটনায় জঙ্গি রাজীব গান্ধীসহ কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।