মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে গাইবান্ধা আমলী আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।
রাজীব গান্ধী গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ৯ জুন গভীর রাতে জঙ্গি রাজীব গান্ধীর বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে গোপন বৈঠক করছিল জেএমবির সক্রিয় সদস্য তুহিনসহ বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ রাজীব গান্ধীর বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের অভিযান টের পেয়ে তুহিনসহ সংঘবদ্ধ জেএমবি সদস্যরা পুলিশের উপর গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে জেএমবি সদস্য তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সেসময় পুলিশ ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় জঙ্গি রাজীব গান্ধীসহ কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
আরএ