রোববার (২৪ এপ্রিল) রাতে বেতাগী উপজেলার বদনীখালী বাজার থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় বরিশাল র্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানায়।
আপহরণকারীরার হলেন- বরগুনার বামনা উপজেলার মধ্য আমতলী গ্রামে মো. আলমের ছেলে মো. জুয়েল ওরফে হিমেশ (২৮) ও রুহিতা গ্রামের শুকুর বাহলীর পুত্র মো. সুজন (২৭)। মাফি ঝালকাঠী জেলার কাঠালিয়া আমুয়া নতুন বাজারের আ. খালেক কামালের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৪ এপ্রিল) দুপুরে হিমেশ ও সুজন মাফিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর মাফিকে লুকিয়ে রেখে তারা পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে মাফিকে হত্যা করবে বলে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে কামাল বরিশাল র্যাব-৮ ও কাঠালিয়া থানার আশ্রয় নেয়। এরপর র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাতে বেতাগী উপজেলার বদনীখালী বাজার থেকে অপহরণকারী জুয়েল ও সুজনকে আটক করে। এসময় অপহৃত শিশু মাফিকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, কাঠালিয়া থানার একটি অপহরণ মামলায় জুয়েল ও সুজনকে আটক করেছে র্যাব-৮। বর্তমানে তারা র্যাবের হেফাজতে আছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এনটি