ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে খুলনার ১৩৫তম জন্মদিন উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
নানা আয়োজনে খুলনার ১৩৫তম জন্মদিন উদযাপন খুলনার ১৩৫তম জন্মদিন উদযাপন- ছবি- মানজারুল ইসলাম

খুলনা: খুলনা জেলার ১৩৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জন্মদিনের কর্মসূচির সূচনা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির দু’টি অংশ এবং বাংলাদেশ ডিবেটিং সোসাইটি এসব কর্মসূচির আয়োজন করে।

 

ব্রিটিশ শাসনামলে ১৮৮২ সালের ২৫ এপ্রিল  ‘খুলনা’ জেলা হিসেবে স্বীকৃতি পায়।
 
বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, জেলা প্রশাসক নাজমুল আহসান, সিটি মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি সভাপতি এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমির এজাজ খান, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, এসএম দাউদ আলী, আসাদুজ্জামান মুরাদ, আবু হোসেন বাবু, ফখরুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সভাপতি শেখ মোশাররফ হোসেন ও মহাসচীব শেখ আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।  

শোভাযাত্রা শেষে মজিদ সরণি এলাকার উন্নয়ন কমিটির কার্যালয়ের সামনে খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনার ১৩৫তম জন্মদিন উদযাপন- ছবি- মানজারুল ইসলামঅপরদিকে, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির অপর অংশ সকাল ১০টায় নগরীর খালিশপুর পিপলস গোলচত্বর সংলগ্ন বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে বর্ণাঢ্য ৠালি বের করে। ৠালিটি নগরীর খালিশপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে দুপরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে কেক কাটা হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি লোকমান হাকিম।

বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলার ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং নগরীর বিশিষ্ট নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, বিকেল ৫টায় ডিবেটিং সোসাইটির শের-ই-বাংলা রোড এলাকা কার্যালয়ে খুলনার লেখকদের গ্রন্থ প্রদর্শনী এবং সন্ধ্যায় সুধী সমাবেশ ও আলোচনা সভাসহ নানা আয়োজন রয়েছে।

১৮৪২ সালে ভৈরব-রূপসা বিধৌত পূণ্যভূমি নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দপ্তর স্থাপিত হয় খুলনায়। খুলনা মহকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি এবং ভৌগলিক অবস্থার কারণে খুলনার গুরুত্ব অনেক বেশি হওয়ায় মাত্র ৪০ বছরের ব্যবধানে ৪ হাজার ৬৩০ বর্গমাইল এলাকা, ৪৩ হাজার ৫০০ জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। আর সেই পরিসংখ্যান অনুযায়ী খুলনার ১৩৫তম জন্মদিন ২৫ এপ্রিল।

বাংলাদেশ সময়:  ১৮২৬ ঘণ্টা,  এপ্রিল ২৫, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।